হৈমন্তী শুক্লা ও অরুপ রতন চৌধুরীর দাঁড়িয়ে আছো তুমি আমার এলবাম প্রকাশ

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : হৈমন্তী শুক্লা ও অরুপ রতন চৌধুরীর দাঁড়িয়ে আছো তুমি আমার এলবাম প্রকাশ আই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রাজীব ব্যানার্জী তার সঙ্গে ছিলো কে এম সির (এম আই সি) দেবাশীষ কুমার ও শিল্পী : হৈমন্তী শুক্লা ও অরুপ রতন চৌধূরী.সাউন্ড টেক নিবেদিত রবীন্দ্র সংগীত দেয়াল এলবামমের ভাষ্য : সৌমিত্র চট্টপাধ্যায় : এপার বংলার হৈমন্তী শুক্লা এবং ওপার বংলার এবং ওপর বংলার ডঃ অরুপ রতন চৌধুরী একটি সুন্দর গনের এলবাম দ্বৈতকন্ঠে একটি সুন্দর রবীন্দ্রনাথের গানের এলবাম সাজিয়েছেন শিল্পীরা – তার মধ্যে পাঁচটি গান আছে এই গানগুলি উভয় বাংলার একটা মেল – বন্ধন বলা যেতে পারে / থিঙ্ক তেমনি শ্রোতাদের শ্রবণকেও স্নিগ্দ্ধ করবে এ বিষয় আমি নিঃসন্দেহ.শিল্পীদ্বয় পরিচয় – ভারতের বিখ্যাত সংগীত শিল্পী হৈমন্তী শুক্লা এবং বাংলাদেশের বিশিষ্ট চিকিৎসক ও রবীন্দ্র সঙ্গীত শিল্পী ডঃ অরুপ রতন চৌধুরী / জানা গেলো ১৮ ঘন্টা চিকিৎসার সঙ্গে জড়িত থেকেও তার মধ্যে আবার গানও করেন এটাই দর্শক কুল ভেবে পারছেনা তাহলে তিনি ঘুমান কখন.