প্রান্তিক হাউসিং স্টেটের ‘আনন্দময়ের প্রেম রথ’ গাঙ্গুলী বাড়ির পরিচালনায়

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ :প্রান্তিক হাউসিং স্টেটের গাঙ্গুলী বাড়ীর পরিচালনায় শ্রী শ্রী জগন্নাথ দেবের ‘আনন্দময়ের প্রেম রথ’ ৫ ম বর্ষে পড়ল এই উপলক্ষে এক বিরাট শোভাযাত্রা সহকারে হাউসিং থেকে শুরু করে এলাকা পরিক্রমা করে এখানে পাড়ার গুণীজন ব্যক্তিদের সঙ্গে প মেলায় আবালবৃদ্ধবণিতারা. পরিক্রমার আগে নাচ-গান-কবিতা পাঠ করা হয় সে উপলক্ষ্যে বহু লোকের সমাগম লক্ষ্য করা গেলো ! বিধায়ক মালা সাহা ও গৌতম হালদার উপস্থিত ছিলেন এই রথযাত্রা উপলক্ষে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় রাজা গাঙ্গুলী