সচেতনা শিবির হাওড়া সিটি পূলিশের উদ্যোগে সালকিয়ায়

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : সোমবার ২৫ সে ফেব্রুয়ারী এক জরুরি পুলিশের সভা হয়ে গেলো বার্তা ছিল গুজবে কান দেবে না পাশাপাশি আইন নিজের হাতে রুল নেবেন না মন্ত্রী থেকে আমলাদের আবেদন ! সচেতনা শিবিরের আয়োজন করেছিলো হাওড়া সিটি পুলিশ সালকিয়ায় এখানে উপস্থিত ছিল তিন মন্ত্রী অরূপ রায় রাজীব ব্যানার্জী ও লক্ষ্মীরতন শুক্লা থেকে আরম্ভ করে হাওড়ার মেয়র আরো প্রশাসনিক মহলের কর্তা ব্যক্তিরা