হুলুস্থুলু এলবামের আত্মপ্রকাশ কলাকুশলীদের হাত ধরে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : অশোক কামলের উপস্থাপনায় মা ভবানী ফিল্ম ‘হুলুস্থূলু’ তার এলবাম প্রকাশ হলো এলবামটি সম্পূর্ণ কমেডিয়াল সিনেমা জানালেন ডিরেক্টর সুজিৎ চক্রবর্তী অভিনয় খরাজ মুখার্জি বিশ্বজিৎ চক্রবর্তী বিশ্বনাথ বাসু অনামিকা সাহা মানসী সিনহা পুলকিতা ঘোষ মেঘনা হালদার দেবরাজ রায় সাগর দত্ত দূর্গা সাঁতরা ধীমান চক্রবর্তী প্রিয়া শিবানন্দ ও অশোক কামলে.মিউজিক ডিরেক্টর রিক-প্ৰদুৎ ও পারভীন কুমার লিরিক রিক-প্রদুৎ গল্প : শঙ্কর দাসগুপ্ত প্রচারে – দেবশ্রী চ্যাটার্জী

