উৎসবের আঙিনায় সজাগ দৃষ্টি হিউম্যান রাইটসের

অনুপ কুমার বর্ধন কলকাতা খবর ২৪ : বাজলো আগমনীর আনন্দঘন্টা। দেবীপক্ষের প্রারম্ভে আনন্দের পাশে দুঃখজনক অপ্রীতিকর ঘটনা যাতে উৎসবের আঙিনায় কালিমালিপ্ত না করতে পারে তার জন্য সজাগ দৃষ্টি রাখছে ইন্টিগ্রেটেড হিউম্যান রাইটস এন্ড অ্যান্টি করাপশন অর্গানাইজেশন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে আনন্দমুখর করে রাখতে এই সংস্থার সদস্যরা জনসচেতনতার পাশাপাশি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে ‘কারার ঐ লৌহ কপাট’ ভেঙে মানুষকে সুবিচারের পথ দেখাবে। শুধু উৎসবের দিনগুলোতেই নয়, সারা বছর এই সংস্থা সমাজের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।সোমবার কলকাতা প্রেস ক্লাবে তাই জন্মক্ষণে এমন বার্তাই দিলেন নবগঠিত এই সংস্থার সকল স্বেচ্ছাসেবীবৃন্দ। অন্যান্য মানবাধিকার সংগঠনগুলির মতো নয়, একেবারে নিজস্ব মানবকল্যাণমুখী চিন্তাধারার প্রতিনিয়ত প্রতিফলনের অঙ্গীকার নিলেন সংস্থার সাধারণ সম্পাদক জয়দীপ দেব, সভাপতি দীপক ব্যানার্জি, সমাজসেবিকা শ্রীলগ্না দেব মিশ্র, চন্দন সিং, অমিতাভ বসু, অরুন্ধতী মুখার্জি, লাভলি অধিকারী, অরুণাভ কর্মকার সহ অন্যান্যরা।

