আইআইটি খড়গপুরের ছাত্র এখন আয়ুষ্মান খুররানা -র সহ অভিনেতা?

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: ১০ বছরে কতটা বদলাতে পারে জীবন? Jitendra Kumar বলছেন অনেকটা। কী কী বদলেছে অভিনেতার জীবনে? ১০ বছর আগে ২০১০-এ (IIT) Kharagpur-এর ছাত্র ছিলেন তিনি। ভক্ত ছিলেন Ayushmann Khurrana। ছবিও তুলেছেন তাঁর সঙ্গে। ১০ বছর পরে তিনি আয়ুষ্মানের সহ অভিনেতা Shubhmangal Zyada Saavdhan ছবিতে। ১০ বছরের পুরনো ছবি পোস্ট করে সেই কথাই সোশ্যালে শেয়ার করলেন জিতেন্দ্র বৃহস্পতিবার। ক্যাপশনে লিখেছেন: “১০ বছরে কতটা বদলেছে জীবন? আদৌ বদলেছে?

