ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকী পালন

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : ১লা জুলাই চিকিৎসক দিবস পালন করল ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন। ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্মবার্ষিকীতে এদিন এক সাইন্টিফিক সেমিনারের আয়োজন করা হয় ডাঃ আর আহমেদ ভবনে, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ প্রান্তর চক্রবর্তী। উপস্থিত ছিলেন আই ডি এ রাজ্য সভাপতি ডাঃ জে কে সিং, ডাঃ তীর্থঙ্কর দেবনাথ,আই ডি এ রাজ্য সম্পাদক ডাঃ রাজু বিশ্বাস প্রমুখ। ডাঃ রাজু বিশ্বাস জানান,”সমগ্র চিকিৎসক মহলে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। সমাজের প্রতি আমরা দায়বদ্ধ এবং যত্নশীল।তাই আই ডি এ রাজ্য শাখা ও তার অন্তর্গত আঞ্চলিক শাখাগুলির উদ্যোগে আজ রাজ্যের নানা প্রান্তে বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ক্যাম্প আয়োজন করা হয়েছে। আমরা এরকম সমাজসেবামূলক কাজ ভবিষ্যতেও করে যেতে চাই।”মানুষের শরীরে রক্তের গুরুত্ব অপরিসীম,যার জন্য রক্তদান অপরিহার্য।তাই চিকিৎসক দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় ডাঃ আর আহমেদ ডেন্টাল কলেজ হাসপাতালে, যেখানে পঞ্চাশ জনেরও বেশি চিকিৎসক রক্তদান করেন। এই শিবিরের আয়োজক ছিল কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ শুভ্র নন্দী জানান,”রক্তদান মানেই জীবন দান। মানুষের জন্য এটুকু করতে পেরে আমরা খুবই আনন্দিত।”ছাত্র সংসদের প্রতিনিধি ডাঃ সন্দীপ মুখার্জী জানান,”প্রতিবছরই রক্তদান শিবিরের আয়োজন করা হয় আমাদের হাসপাতালে। রক্তের ঘাটতি মেটাতে আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত।”