সর্বোচ্চ সংক্রমণ সেপ্টেম্বরেই হয়তো পেরিয়ে এসেছে ভারত, অর্থমন্ত্রকের রিপোর্টে আশার আলো

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: ভারত হয়তো COVID-19 সংক্রমণের সর্বোচ্চ পর্যায়ে (পিক) পৌঁছে গিয়েছে সেপ্টেম্বরেই৷ অর্থাত্ Covid-19 সংক্রমণের সর্বোচ্চ পর্যায় সেপ্টেম্বরেই পেরিয়ে এসেছে ভারত৷ বর্তমানে ভারতে প্রতিদিনের সংক্রমণের সংখ্যা ধীরে ধীরে কমছে৷ গত এক সপ্তাহে এই কমার প্রবণতা দেখা গিয়েছে৷ এমনই আশার কথা শোনাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷তবে অর্থমন্ত্রকের হুঁশিয়ারি, এখনই নিশ্চিন্ত বোধ করার কিছু নেই৷ অতিমারি এখনও থামেনি৷ মাসিক রিপোর্টে কেন্দ্রীয় অর্থমন্ত্রক বলছে, ‘সারা ভারতে করোনা সংক্রমণের হার কমার এই প্রবণতায় ধুঁকতে থাকা অর্থনীতিকে চাঙ্গা করতে ফের উঠেপড়ে লাগার সময় হয়েছে৷ এর জন্য সংক্রমণ আরও কমাতে সবাই দয়া করে সতর্কতা বিধি মেনে চলুন৷’টাইমস অফ ইন্ডিয়া-য় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অর্থমন্ত্রক জানাচ্ছে, ১৭ থেকে ৩০ সেপ্টেম্বর, ১৪ দিনের ওই সময়ে ৭ দিনের নিরিখে দেখা গিয়েছে প্রতিদিন করোনা পজিটিভের সংখ্যা ৯৩ হাজার থেকে কমে ৮৩ হাজার হয়েছে৷ প্রতিদিন গড়ে টেস্টের সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার থেকে ১ লক্ষ ২৪ হাজার হয়েছে৷ভারতে করোনা আক্রান্ত সোমবার ৬৬ লক্ষের গণ্ডি পেরিয়ে গিয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৭৪ হাজার ৪৪২ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছে৷ ৯০৩ জনের মৃত্যু হয়েছে৷ বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৬ লক্ষ ২৩ হাজার ৮১৬, এর মধ্যে ৯ লক্ষ ৩৪ হাজার ৪২৭টি অ্যাক্টিভ কেস ও ৫৫ লক্ষ ৮৬ হাজার ৭০৪ জনের করোনা সেরে গিয়েছে বা বাইরে থেকে এসেছে৷ ১ লক্ষ ২ হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে৷ভারতে প্রতি ১০ লক্ষে প্রতিদিন ১৪০ জনের বেশি টেস্ট করা হচ্ছে৷ বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে পরিস্থিতি ইতিবাচক দিকে এগোচ্ছে৷

