উড়িষ্যা টুরিজম এন্ড রোডশোর সাংবাদিক বৈঠকে হলো কলকাতার ললিত গ্রেটইস্টার্ন হোটেলে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : উড়িষ্যা টুরিজম এন্ড রোডশোর সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিল মৌসমী ঘোষ উড়িষ্যার পর্যটন মন্ত্রী জ্যোতি প্রাসাদ পানিগ্রাহী ভিশাল দেভ ও নির্মল চন্দ্র মিশ্র মন্ত্রী পানিগ্রাহী তার সংক্ষিপ্ত ভাষণে বলেন আজ এই পর্যটন মেলা ও রোডশো উড়িষ্যা ও পশ্চিম বঙ্গের মধ্যে একটা মেল বন্ধনের সৃষ্টি করেছে তাই আমরা প্রতি বছর এমন একটা সাংবাদিক সম্মেলনের ব্যবস্থা করা হয় এর জন্যে বিদেশে এর প্রভাব লক্ষ নজরে পড়েছে জানান মন্ত্রী তিনি আশা রাখেন আগামী দিনে এই বন্ধন আরো মজবুত হবে.