ইন্ডিয়া ডেফ ফিল্ম প্রোডাকশনের দুদিন ব্যাপী অসাধারন অনুষ্ঠানের সাক্ষী শহরে

সত্যজিৎ চক্রবর্তী : মৌলালী যুব কেন্দ্রে না গেলে বা না দেখলে বিশ্বাস করা যেত না মূক বধিরদের দুদিন ব্যাপী অনুষ্টানে বিবেকানন্দ অডিটোরিয়াম এ ভিড় উপচে পড়ছে, না কাদের জন্য যারা কথা বলতে পারে না, কানে শোনে না, তারাই ভরিয়েছে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে। যারা কথা বলে সাইন ল্যাঙ্গুয়েজে স্বাভাবিক মানুষদের থেকে তাদের প্রতিভা কোনো অংশে কম নেই৷ সেটা আজকের অনুষ্ঠান না দেখলে বোঝাই যেত না। ইন্ডিয়া ডেফ ফিল্ম প্রোডাকশন (সাইন ল্যাঙ্গুয়েজ কমুউনিকেশান অ্যান্ড সাবটাইটেল) এই সংস্থায় আজকে ২৬ ফেব্রুয়ারির বিশেষ আকর্ষণ ছিল এদের বানানো কয়েকটি শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়। তার মধ্যে বিশেষ ভাবে নজর কাড়ে সামাজিক বিষয়ের উপর নির্মিত “ছোটো বউ”। আর ভাই বোনের সম্পর্কের উপর “রাখী বন্ধন” ছবি দুটি সাইন ল্যাঙ্গুয়েজে বানানো। কথা না বলে সাংকেতিক ভাষায় তাদের অসাধারন অভিনয়, পরিচালনা, সম্পাদনা, কাহিনী-চিত্রনাট্য ও সংলাপ আমাদের বাংলা বা হিন্দি সিনেমা থেকে কোনো অংশে কম নয়। সবেতেই দুর্দান্ত পারফর্মেন্স তাদের। নাগপুর থেকে একটা দল নাচের অসাধারন পারফর্মেন্স করে। স্বাভাবিক মানুষের থেকে তাদের প্রতিভা কোনো অংশে পিছিয়ে নেই সেই কথাই তারা বুঝিয়ে দিয়েছে৷ ছিল বয়েজ ও গার্লস দের ফ্যাশন শো। মেয়েদের মধ্যে একতা সিং প্রথম, মৌ সাহা দ্বিতীয়, নিলীমা তৃতীয় হন। বয়েজদের মধ্যে ইনতার মোল্লা প্রথম, সাহিল শেখর দ্বিতীয় ও বুদ্ধদেব দাস তৃতীয় হন, এদের সবাইকে পুরষ্কৃত করা হয়। সেরা অভিনেতার পুরস্কার পান কার্তিক বিশ্বাস, সেরা এডিটর টোটা রায়। সেরা পরিচালক অরিন্দম হাজরা (কোলকাতা)। দুদিনের এই অনুষ্ঠানে “ খান ব্রাদার্স ” ক্রিয়েশনের কোলাবোরেশনে অনুষ্ঠিত হয়। ২৫শে ফেব্রুয়ারী তারা প্রেস মিট করে ইমপা হাউসে। প্রিয়া সেনগুপ্ত কথা দিয়ে না আসায় তারা খুব দুঃখ প্রকাশ করেন। তারা জানায় ২০২৪ সালে একটি world wide ডেফ কার্নিভাল ও শর্ট ফিল্ম ফেস্টিভাল আ্যাওয়ার্ডস আয়োজন করতে যাচ্ছে খান ব্রাদার্স ক্রিয়েশনের যৌথ উদ্দ্যোগে। এখানে মুন্বাইএর প্রখ্যাত মনীষা গীর তার লেখা বই (The Bound Script)-টির সম্পর্কে দু-চার কথা বলেন। দুদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন USA থেকে আগত গোপাল ভট্টাচার্য ( Indian Deaf Film Production), দিল্লী থেকে দেবেন্দ্র সিং রানা (Indian Deaf Film Production, Chairman) Handicapped Development Welfare Association এর প্রেসিডেন্ট সৌরভ ঘোষ (বাবু ভাই)
সুমন ভর, Indian Deaf Film Production, Secretary and Director,
বিক্রমজিৎ মহল্লা (Indian Deaf Film Production, Assistant Secretary) Handicapped Development Welfare Association – এর প্রেসিডেন্ট সৌরভ ঘোষ প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার দিপেন্দু চ্যাটার্জি। এহসান খান, K.B.C. Founder, পম্পি পাল ও সঙ্গিতা দাস (মডেল ও অভিনেত্রী), অনুশ্রী সাহা। দোভাষী এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন অলোকা যোশী। সব মিলিয়ে এক উপভোগ্য ও অসাধারন অনুষ্ঠান উপহার পেল উপস্থিত দর্শক। ছবি-সত্যজিৎ চক্রবর্তী।

