ইনস্টিটিউশন অফ পাবলিক হেল্থ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার সুবর্ণ জয়ন্তী বর্ষ পালন

সত্যজিৎ চক্রবর্তী ; কলকাতা, ৯ মার্চ বুধবার। ১৯৭২ সালে এন মজুমদারের সভাপতিত্বে ইনস্টিটিউট অফ পাবলিক হেল্থ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়ার পথ চলা শুরু করেছিল।এর জন্য গত কাল ৮ মার্চ মঙ্গলবার কলকাতার প্রেস ক্লাবে সংগঠনের পক্ষে থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। ইনস্টিটিউশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সভাপতি কুমারজ্যোতি নাথ, সাধারণ সম্পাদক প্রবীণ প্রযুক্তিবিদ বশিষ্ঠকুমার সেনগুপ্ত, সম্পাদক তরুণ দত্ত, গৌতম ভাইজা এবং আমন্ত্রিত সদস্য শ্রীমতি সাবিনা নাথ।
সভাপতি তার বক্তব্যে কাজের বর্ণনা দেন। সাধারণ সম্পাদক প্রযুক্তিবিদ বশিষ্ঠ কুমার সেনগুপ্ত বলেন, অপরিকল্পিত নগর নির্মাণের প্রেক্ষিতে বৃহত্তর শহর কলকাতায় পানীয় জলের জোগান, জল নিকাশি ও পয়-প্রণালীর একটা সংকট বাড়ছে জনসংখ্যা বাড়ার উপর ভিত্তি করে। ৮০র দশকে একবার দেশজুড়ে সংস্কারের খরচ নিরূপণ হয় প্রায় ২১হাজার কোটি টাকা। স্বাভাবিকভাবেই অর্থাভাবে সে প্রকল্প বাতিল হয়। তবে অতীতের কলকাতার সেই জঞ্জাল এখন নেই। অনেক পরিষ্কার শহর এখন। তবে জল কষ্ট আছে। দূষিত জল বা মশার উপদ্রবে বিভিন্ন অসুখ বিসুখ নির্মূল করা না গেলেও অনেকটাই আয়ত্তের মধ্যে আছে।
৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আগত প্রসাশনিক কর্তাদের কাছে অনুরোধ রাখবো, পরিবেশ দূষণ সম্পর্কিত কোনো বিভাগ আমাদের নেই, যাতে করা যায়। তাছাড়া আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত বহু প্রাক্তন প্রযুক্তিবিদ আছেন, যাঁরা রাজ্য সরকারের শহর বিন্যাসের প্রয়োজনে তাঁদের অভিজ্ঞতা ও কুশলী ভূমিকা দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত।

