আন্তঃরাষ্ট্রীয় মানবাধিকার পরিষদের সাংবাদিক সম্মেলন

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : অন্তরাস্টিয় মানবাধিকার পরিষদ শনিবার কলকাতা প্রেস ক্লাবে সর্ব ধর্ম মিলিত ভাবে এক ধর্মসভার আয়োজন করে. এখানে উপস্থিত ছিল সৈয়দ শাহ আতেফ আলী আর কাদেরী (ইসলাম ধর্মের) সারদাত্মানন্দ মহারাজ (হিন্দু ধর্মের) ডঃ অৰুণ জ্যোতি ভিক্ষু (বৌদ্ধ ধর্মের) ফাদার দেবরাজ ফারনানদেজ (খ্রিস্টান ধর্মের) বলজিৎ গাড়েয়াল (শিখ ধর্মের) মনি মহারাজ (জৈন ধর্মের) এবং আরোও অনেক বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন.দ্ব্যর্থঃ হীন ভাবে ক্ৰমবৰ্ধমান সাম্প্রদায়িকতার নিন্দা কেন সকল সম্প্রদায়ের লোক. ঐ সভায় সমস্ত ধর্মীয় নেতা এবং কলকাতা প্রেস ক্লাব কতৃপক্ষকে সাম্মানিক স্স্বারক লিপি প্রদান করা হয়.