IPL 2020: অরেঞ্জ ও পার্পল ক্যাপ কাদের মাথায় উঠল? দেখে নিন এবারের আইপিএলে কে কী পুরস্কার পেলেন

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: আরও একটা আইপিএল শেষ ৷ আরও একটা দুর্দান্ত টুর্নামেন্ট ক্রিকেটপ্রেমীদের উপহার দিলেন আট ফ্র্যাঞ্চাইজি ৷ সেরার সেরা সেই মুম্বই ইন্ডিয়ান্স ৷ এই নিয়ে পঞ্চমবার আইপিএল ট্রফি জয়ের স্বাদ পেল তারা ৷ একনজরে দেখে নেওয়া যাক এবারের আইপিএলে কোন পুরস্কার গেল কার দখলে ৷অরেঞ্জ ক্যাপ- কেএল রাহুল (কিংস ইলেভেন পঞ্জাব) ৷ রান ৬৭০, গড় ৫৫.৮৩, স্ট্রাইক রেট ১২৯.৩৪, বাউন্ডারি-৫৮টি এবং ২৩টি ছক্কা ৷ তাঁর হয়ে মঙ্গলবার পুরস্কার নিলেন হার্দিক পান্ডিয়া ৷ পার্পল ক্যাপ- কাগিসো রাবাদা (দিল্লি ক্যাপিটালস) ৷ নিয়েছেন ৩০টি উইকেট,ইকনমি রেট ৮.৩৪, গড়- ১৮.২৬ পাওয়ারপ্লেয়ার অফ দ্য সিজন- ট্রেন্ট বোল্ট সবচেয়ে বেশি ছক্কা- ঈশান কিষান (মুম্বই ইন্ডিয়ান্স) ৩০টি সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন- কায়রন পোলার্ড (মুম্বই ই্ডিয়ান্স) স্ট্রাইক রেট- ১৯১.৪২ গেম চেঞ্জার অফ দ্য সিজন- কেএল রাহুল (কিংস ইলেভেন পঞ্জাব) ৷ পেয়েছেন ৯৭৬ আইপিএল ফ্যান্টাসি পয়েন্ট ৷ কেএল রাহুল মাঠে উপস্থিত ছিলেন না বলে তাঁর হয়ে পুরস্কার নেন হার্দিক পান্ডিয়া ৷আইপিএল ২০২০ ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড- মুম্বই ইন্ডিয়ান্স এমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ড- দেবদত্ত পাড়িক্কাল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর)- ১৫ ম্যাচে ৫টি হাফ-সেঞ্চুরি-সহ করেছেন ৪৭৩ রান ৷রানার্স আপের ১২ কোটি ৫০ লক্ষ টাকার চেক হাতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার- জোফ্রা আর্চার (রাজস্থান রয়্যালস) ৷ গোটা টুর্নামেন্টে ২০টি উইকেট নেওয়ার পাশাপাশি ৫টি ক্যাচ, ১৭৫টি ডট বল এবং ব্যাট হাতে ১০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি ৷