#IPL 2020: দুবাইতে সেয়ানে সেয়ানে লড়াই, এক ক্লিকে বিরাট বনাম শ্রেয়সের দলের শক্তি ও দুর্বলতা

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2020) -এ সোমবার ৫ অক্টোবর দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) আর দিল্লি ক্যাপিটাল্স (DC)-র ধুন্ধুমার লড়াই৷ দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার৷ তাঁর দল শেষ চারটি ম্যাচে দারুণ পারফরম্যান্স৷ দ্বিতীয় দিকে বিরাট কোহলি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অর্ধশতক করেছেন৷ বিরাট যেখানে তার আগের তিনটি ম্যাচে মাত্র ১৮ রান করেছিলেন সেখানে রাজস্থানের বিরুদ্ধে ৭২ রানের ঝকঝকে একটি ইনিংস উপহার দিয়েছেন ফ্যানদের৷এই অবস্থায় শ্রেয়স আইয়ারের তুখোড় অধিনায়কত্বের সামনে অভিজ্ঞ বিরাট কোহলির রণনীতি -র টেস্ট হবে৷ RCB ও DC দুই দলই এখনও অবধি টুর্নামেন্টে ভালোই ধারাবাহিকতায় চলে এসেছে৷ দুটি দলই ৪ টি করে ম্যাচ খেলেছে যার মধ্যে তিনটি করে ম্যাচ জিতেছে৷ তাই আজকের ম্যাচে জিতে পয়েন্ট টেবলের একটু ওপরের দিকে উঠে আসার চেষ্টা করার মরিয়া চেষ্টায় দুটি দলই৷শ্রেয়স আইয়ার শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একেবারে দুরন্ত ব্যাটিং করেছেন৷ মাত্র ৩৮ বলে ৮৮ রান করে কার্যত একাই নাইট ক্যাম্পের থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন৷ এছাড়া পৃথ্বী শ ৬৬ রান করেছিলেন৷ সেই ম্যাচে কেকেআরকে ১৮ রানে হারিয়েছিল দিল্লি৷এদিকে শনিবারই ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিল আরসিবি অধিনায়ক বিরাট কোহলি৷ ৫৩ বলে ৭২ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে৷ নিজের পুরনো ফর্মে থাকা বিরাটের দল সেদিন ৪ উইকেটে ম্যাচ জিতে যায়৷ ফলে দুই অধিনায়কই পুরো টগবগ করে ফুটছেন৷দিল্লি ক্যাপিটাল্সের শক্তি ও দুর্বলতা -দিল্লির টপ অর্ডারের ব্যাটসম্যান পৃথ্বী শ ফর্মে রয়েছেন৷ কিন্তু শিখর ধাওয়ানের ঝোড়ো ব্যাট এখনও দেখতে পাননি ক্রিকেট ফ্যানরা৷ ঋষভ পন্থ কেকেআরের বিরুদ্ধে ১৭ বলে ৩৮ রান করেছেন৷ এছাড়াও দলের কাছে মার্ক স্টোয়ানিস ও শিমরন হেটমেয়ারের মতো আক্রমণাত্মক ক্রিকেটার রয়েছেন৷ বোলারদের মধ্যে দিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র কাগিসিও রাবাদা৷নোর্ৎজে শুরু ও ডেথ ওভারে কার্যকারী বোলিং করেন৷আরসিবি-র শক্তি ও দুর্বলতা-আরসিবি-র পক্ষ থেকে তরুণ দেবদত্ত পাডিক্কল -টপ অর্ডারে দুদ্ধর্ষ ফর্মে রয়েছেন৷ চারটি ম্যাচের তিনটি ম্যাচে অর্ধ শতরান হাঁকিয়েছেন তিনি৷ তাঁর এ পর্যন্ত টুর্নামেন্টে মোট রান ১৭৪৷ অ্যারন ফিঞ্চের হাতেও বড় শট আছে৷ দলের গুরুত্বপূর্ণ দুই স্তম্ভ বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স৷ যদি এঁরা সকলে পারফর্ম করেন তাহলে এই দলকে হারানো কার্যত অসম্ভব৷ বোলিংয়ের ক্ষেত্রে নভদীপ সাইনি এবং দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর ও যজুবেন্দ্র চাহাল ভালো ফর্মে রয়েছেন৷ তবে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এখনও পরিবেশের সঙ্গে মানিয়ে উঠতে পারেননি৷

