জাহান্নামের সমাচারের সাংবাদিক সম্মেলন কলকাতা প্রেস ক্লাবে

সত্যজিৎ চক্রবতী খবর ২৪ : সোমবার ১৭ই জুন কলকাতা প্রেস ক্লাবে জাহান্নামের সমাচার নামে একটা সংগঠন জানালেন আমরা আগামী ২৮-৩০ জুন ২০১৯ প্রথম আত্মপ্রকাশ উৎসব করবো প্রতিদিন সন্ধে ৬টা থেকে : তৃপ্তি মিত্র নাট্যগৃহে সে নাটক গুলি হলো —ইফতা /থিয়েলাইট /গোত্রহীন /শব্দমুগ্দ্ধ/মন্থন ও নাট্যমুখ উপস্থিত ছিলেন দেবাশীষ দত্ত অতনু সরকার সুদীপ বসু সাদিক হোসেন বিনোদ ঘোষাল.