আমরা রাবীন্দ্রিক উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর বসন্ত মিলন উৎসব

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ কোলকাতা :আমরা রাবীন্দ্রিক উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের জয়হিন্দ বাহিনীর বসন্ত মিলন উৎসবের আয়োজন করছে আগামী ১৬ই মার্চ ২০১৯ বসন্তর সুর ও ছন্দকে সাথে নিয়ে এবছরের বিশেষ আকর্ষণ কবিগুরুর গীতিনাট্য কালমৃগয়া এছাড়া সকাল থেকে স্বাস্থ্য পরীক্ষা শিবির অংকন নৃত্য সঙ্গীত বিষয়ক কুইজ প্রতিযোগিতা হবে ! বর্ণময় বৈকাল ফেরির সাথে সন্ধ্যায় অনুষ্ঠানের সূচনা হবে ভেলা তিনটায় উপস্থিত থাকবে কৃষ্ণপ্রতাপ সিং সভাপতি উত্তর কলকাটা তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনীসহ আরো বিশিষ্ট ব্যক্তিগন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় থাকছে শ্রী বাবু মান্না সাংগঠনিক সম্পাদক উত্তর কলকাতা ভেলা তৃণমূল কংগ্রেস জয়হিন্দ বাহিনী ও সংগঠনের সদস্য পুরুষ ও মহিলা এবং ছাত্র-ছাত্রীরা.