আয়োজিত করা হলো জীবন কৃতি সম্মান ২০১৯

খবর ২৪ কোলকাতা : শিখধর্ম প্রবতক গুরু নানক এর ৫৫০ তম জন্মবর্ষ স্মরণে আয়োজিত করা হয়ে ছিল এই জীবন কৃতি সম্মান ২০১৯ এখানে সমাজের বিভিন্ন গুণী জন দের সম্মানিত করা হলো ! ডঃ গৌতম মুখার্জী। ডঃ অরূপ মিত্র ,নিতাই মৃর্ধা ,রঞ্জিত ঘোষ। গুরু শ্রাবনী রায় ,রঘুমানি চ্যাটার্জী ,তরুণ সেন ,আব্দুল সামাদ ,সঞ্জীব কাঞ্জিলাল ,সোমা বসাক ,রাজেশ দে ,জোত্স্না রায় ,রণজয় নিয়োগী ,সঞ্জীব চক্রবতী ,কিশোর শেখার চ্যাটার্জী ,নৌসাদ মল্লিক ,ইন্দ্রজিত আইচ ,ডাঃটিকেন্দ্রনাথ মন্ডল , উপস্তিথ ছিলেন সভাপতিঃ প্রদীপ বড়াল ,উত্পল বিশ্বাস , কার্যকরী সভাপতি ধীরু ব্যানার্জী ,সহ সভাপতি ,সহ সম্পাদকঃ তাপস রায় , আরো গুণী জন উপস্তিথ ছিলেন

