জলযোগে যোগাযোগ অনুষ্ঠানে পান্ডবেশ্বরের বিধায়ক।

জয়ন্ত সাহা খবর ২৪: বাংলার গর্ব মমতা কর্মসূচি নিয়ে জনগণের কাছে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন তুলে ধরতে তৃনমুল এর বিধায়করা বিভিন্ন এলাকার সাংবাদিকদের নিয়ে জলযোগের মাধ্যমে উন্নয়নের তথ্য দিলেন। আজ দুর্গাপুরে পাণ্ডেশ্বরএর বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সাংবাদিক সম্বেলনের মাধ্যমে বলেন, বিগত দুবছরে আসানসোল দূর্গাপুরে ২০০ কোটি টাকার রাস্তা তৈরি, অজয় নদীর তীরে পার্ক তৈরি, বিধবা ও বার্ধক্য ভাতা ছাড়া বিভিন্ন বিধায়ক তাদের এলাকায় গরীবদের বাড়ী তৈরি করেছেন।ইসিএলের পুনরবাসন নিয়ে রাজ্যসরকার জমি দিতে প্রস্তুত ইসিএলের সাথে আলোচনা চলছে বলে জানান আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

