জন নিরাপত্তা আইনে বন্দি করা হল জম্মু ও কাশ্মীরের নেতা শাহ ফয়জলকেও

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: জম্মু ও কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের আরও এক রাজনৈতিক নেতাকে এবার বন্দি করা হল জন নিরাপত্তা আইনে। আইএএস টপার শাহ ফয়জলকে পিএসএ (Public Safety Act) আইনে বন্দি করার ঘোষণা করা হল। এর ফলে উপত্যকার (Kashmir) ওই রাজনৈতিক নেতাকে (Shah Faesal) কমপক্ষে ৩ মাস এবং প্রয়োজনে আরও দীর্ঘ সময় বিনা বিচারে বন্দি করে রাখা যাবে। গত ১৪ অগাস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা রদের পর থেকেই আটক করে রাখা হয়েছিল ফয়জলকে। শাহ ফয়জলের আগে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিকে ওই একই আইনের অধীনে বন্দি করে রাখা হয়েছে। এছাড়াও জম্মু ও কাশ্মীরের যে নেতাদের জন নিরাপত্তা আইনের আওতায় বন্দি করা হয় তাঁরা হলেন, ফারুক আবদুল্লা, আলি মহম্মদ সাগর, নঈম আক্তার, সারতাজ মাদানি এবং হিলাল লোন।গত বছরই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন শাহ ফয়জল। এরপরই জম্মু ও কাশ্মীরের ভোলবদল করে কেন্দ্র। ২০১৯ সালের ৫ অগাস্ট ঘোষণা করা হয় জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হবে। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার এক সপ্তাহ পরে ১৪ অগাস্ট শাহ ফয়জল যখন বিদেশ যাচ্ছিলেন তখনই তাঁকে দিল্লি বিমানবন্দরে আটক করা হয়। সেই সময় তাঁকে শ্রীনগরে ফেরত পাঠানো হয়েছিল, এবং তখন থেকেই তাঁকে আটক করে রাখা হয়।