জোয়েল গুহর কবিতার বই প্রকাশ হলো অক্সফোর্ড বুকস্টোরে

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : জোয়েল গুহর কবিতার বই প্রকাশ হলো অক্সফোর্ড বুকস্টোরে ২৮সে জুলাই শনিবার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন কুমার মল্লিক প্রফেসর ইন্ডিয়ান আর্ট কলেজ বিশিষ্ট প্যান্টার দীপঙ্কর বাগচী বিপাশা মুখোপাধ্যায় ও জেলের বাবা এবং পরিবারে লোকজন.বই টি পাবলিশ করেছেন আবির মুখোপাধ্যায়ের তথ্যাবদানে বাইওয়ালা বুক ক্যাফ শান্তিনিকেতন.জোএল বয়স মাত্র 15 বছর পড়াশোনার সঙ্গে লিখে গেছেন কবিতার লাইন জোয়েল এক সাক্ষাৎ করে সে জানালো আমার লেখা ভাবনা চিন্তা অন্য ধরনের সে আশা তার কবি হবার ইচ্ছা পূরণ হবে. এই লেখার জন্য বাবা মায়ের অবদান তারাই আমার প্রেরণা

