কবিতা : ‘সমর্পণ’

অনুপ কুমার বর্ধন

অর্চনা…
একদম বেমানান নাম
নামের মধ্যে কেমন যেন
নিজেকে সমর্পণ করার ব্যাপারে উঠে আসে।
হ্যাঁ… তোমাকে খুঁজে পেয়েছিলাম
পেমেন্টাল গার্ডেনের এক বাঁকা গলির–
এবড়ো খেবড়ো কাঁচাপাকা মেশানো…
রাস্তার কোণের এক রাজপ্রাসাদে।

পরিচয় থেকে শ্রদ্ধা–
আলতো হাওয়ায় ভাসানো
টুকরো টুকরো কিছু ভালোবাসা।
তারপর আমার কাছে তোমার
সম্পূর্ণ সমর্পণ…
এই পর্যন্ত ছিল তোমার নামের সার্থকতা।

তারপর শুধু প্রশ্ন আর প্রশ্ন
উত্তরের খোঁজে গোটা জীবনটা
হাতড়ে পেলাম… নিট জিরো।

অবশেষে তুমি এলে আমার কাছে
পুরনো দুঃখ ভুলে
আমার খুব কাছে
নতুন একঝাঁক স্বপ্ন নিয়ে
আমার হৃদয়ের অনেকখানি জায়গা জুড়ে
নতুন নামে… শম্পা।