কালীঘাট বিবেকানন্দ স্পোটিং ক্লাবের পক্ষ থেকে আয়োজিত করা হলো রক্তদান শিবিরের

দেবাশীষ গোস্বামী খবর ২৪: কালীঘাট বিবেকানন্দ স্পোটিং ক্লাবের পক্ষ থেকে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে ছিল রবিবার !এই রক্তদান শিবিরে ১০০ জোন রক্ত রক্ত দেন !ক্লাবের সেক্রেটারি সঞ্জয় সেন বলেন যে আমরা এই ভাবে রক্ত শিবির করে সমাজের পশে দাঁড়াতে চাই! কোনো রকম রাজনীতি উদেশ্যে নয় আমরা মানুষের কল্যাণ ও সমাজ কল্যাণের জন কাজ করি আর সব সম্মায় মানুষের জন কাজ করবো ! এই কাজে আমাদের পশে সহযোগিতা করেছেন কোঠারি ব্লাড ব্যাঙ্ক ও সমস্ত ক্লাব সাদাসো বিন্দ

