কল্যাণী সাহেব বাগানে শ্রীশ্রী জগন্নাথ দেবের নতুন মন্দিরের গর্ভগৃহ নির্মাণ

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : আগামী ১৮ই মে শনিবার ২০১৯ কল্যাণী সাহেব বাগানে শ্রীশ্রী জগন্নাথ দেবের নতুন মন্দিরের গর্ভগৃহ নির্মাণ উপলক্ষে সারাদিন ব্যাপী —পূজাপাঠ যজ্ঞ নামগন আরতির আয়োজন করা হয়েছে. কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানালেন ডাঃ অশোক পোদ্দার চেয়ারম্যান পূজা কমিটি. উদ্বোধন করবেন গুরুজী শ্রী শ্রী মহন্ত মহারাজ