শিবসেনার সঙ্গে বাকযুদ্ধের মাঝেই মহারাষ্ট্রের রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ কঙ্গনার

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: শিবসেনা ও কঙ্গনার বাকযুদ্ধ থেকে উত্তাল সোশ্যাল মিডিয়া থেকে জাতীয় রাজনীতি ৷ শিবসেনার সঙ্গে সংঘাতের মাঝেই রবিবার বিকেলে মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করেন কঙ্গনা রানাওয়াত ৷অভিনেত্রীর সঙ্গে ছিলেন তাঁর দিদি রঙ্গোলিও ৷ যদিও এই সাক্ষাতের কারণ কী তা এখনও স্পষ্ট করা হয়নি ৷সুশান্ত সিং রাজপুতের ঘটনার রেশ ধরে মহারাষ্ট্র সরকারের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন ৷ পঙ্গা গার্ল সরাসরি চ্যালেঞ্জ করে বসেন উদ্ধব ঠাকরেকে ৷ মুম্বইয়ের মাটিতে পা রাখা নিয়ে হুমকির মুখে পড়েন অভিনেত্রী ৷ঘটনার জল এতদূর গড়ায় যে তড়িঘড়ি মোদি সরকার ‘ওয়াই’ ক্যাটাগরির সিকিউরিটির ব্যবস্থা করে বলিউডের কুইনের জন্য ৷ বুধবার ৯ সেপ্টেম্বর কঙ্গনা মুম্বইয়ে আসেন ৷ সেদিনই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) অভিনেত্রীর অফিসে বেআইনি নির্মাণ ভেঙে দেয় ৷ বম্বে হাইকোর্টের নির্দেশে সেই কাজ মাঝপথে বন্ধ হলেও শিবসেনা ও কঙ্গনার সংঘাত থামার নামই নিচ্ছে না ৷মুম্বইতে পা রেখেই ভিডিওবার্তায় কঙ্গনা পাল্টা উদ্ধব ঠাকরেকে হুমকি দেন, ‘আজ আমার বাড়ি ভেঙেছে, কাল তোর দম্ভ চূর্ণ হবে।’ কঙ্গনা বলেন, তাঁর অফিসকে রামমন্দির ও বিএমসিকে বাবরসেনার সঙ্গে তুলনা করেন ৷নিজের বাড়ি ও অফিস ভাঙার দুঃখকে কাশ্মীরি পণ্ডিতদের দুরবস্থার সঙ্গেও তুলনা করেন কুইন অভিনেত্রী। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে দেওয়া হুমকি ভিডিয়োর কারণেই একাধিক মামলার মুখে কঙ্গনা। মুখ্যমন্ত্রীর চরিত্র হনন, প্রশাসনিক পদের অপমান, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা- এমনই বিভিন্ন অভিযোগ দায়ের করা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।

