কেন্দ্রীয় সরকার ব্যাংকে বে-সরকারের হাতে তুলে দেবার পরিকল্পনা নিয়েছে

সত্যজিৎ চক্রবর্ত্তী : ধামুয়া, দক্ষিণ ২৪ পরগনা, রবিবার ২৯সে মার্চ, ধামুয়া বিবেকানন্দ স্টেডিয়াম দক্ষিণ ২৪ পদগনায় ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসসিয়েশনের নেত্রীবৃন্দ একটি বিরাট গ্রাম সভার আয়োজন করেছিল উক্ত সভায় ১০০০ উপর মহিলারা উপস্থিত হয়েছিল। ঐ সভায় আল ইন্ডিয়ার ব্যাঙ্কের সর্ব ভারতীয় সম্পাদক সঞ্জয় দাস, মগ্রহাট পূর্বের বিধায়ক নমিতা সাহা, হরিহর ভাস্কর, কমলেশ মন্ডল, অভিজিৎ মন্ডল, পরিমল বারিক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সঞ্জয় দাস বলেন কেন্দ্রীয় সরকার ব্যাংকে বে-সরকারের হাতে তুলে দেবার যে পরিকল্পনা নিয়েছে, বহু ব্যাংক কর্মীর চাকুরীর সঙ্গে গরিব মহিলারা ব্যাংকের কাছ থেকে যে কম সুদে টাকা পেয়ে তারা ব্যবসা করতেন তারা বে-সরকারি সংগস্থা থেকে অতিরিক্ত সুদে টাকা নিতে বাধ্য হবে এমন অনেক অসুবিধার কথা তুলে ধরলেন। মগড়াহাট পূর্ব বিধায়ীকা নমিতা সাহা বলেন মহিলারা বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতিগ্রস্থ হবে। কাজেই ব্যাংক বেসরকারি ক্ষেত্রে তীব্র বিরোধিতা করে যেকোনো ভাবে এটাকে আটকানো চেষ্টা করবো প্রাণ দেবো তবুও ব্যাংকের বে-সরকারি করেন মানব আমাদের পাশে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় কৃষাণ, জয় মমতা দিদি।