“বাংলাদেশের অর্ধেক ফাঁকা হয়ে যাবে …”: CAA প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি

নিজস্ব সংবাদদাতা : হায়দরাবাদ: ভারতীয় নাগরিকত্ব পাওয়া যাবে, এই কথা জানলে এখনই বাংলাদেশের অর্ধেক মানুষ ওই দেশ ছেড়ে এদেশে চলে আসবেন, বললেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি। হায়দরাবাদে সন্ত রবিদাস জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রেড্ডি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর উদ্দেশ্যে বলেন যে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) কীভাবে দেশে বসবাসরত ১৩০ কোটি ভারতীয়ের বিরুদ্ধে ছিল? “ভারত যদি বলে তাঁদের (বাংলাদেশি) নাগরিকত্ব দেবে তাহলে বাংলাদেশের (Bangladesh) জনসংখ্যা অর্ধেক হয়ে যাবে। নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া হলে অর্ধেক বাংলাদেশি ভারতে চলে আসবেন। তাঁদের দায়িত্ব কে নেবেন? কেসিআর? নাকি রাহুল গান্ধি ?”, প্রশ্ন করেন তিনি (G Kishan Reddy)। “ওঁরা অনুপ্রবেশকারীদেরও নাগরিকত্ব চাইছেন। ঠিক আছে, প্রয়োজনে ভারত সরকার সিএএ (Citizenship Amendment Act) পর্যালোচনা করতেও প্রস্তুত”, বলেন ওই কেন্দ্রীয় মন্ত্রী।পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া যেসব হিন্দু নাগরিকরা ২০১৫ সালের আগে ভারতে আশ্রয় নিয়েছেন তাঁদের নাগরিকত্ব দেওয়ার জন্যেই সিএএ আনা হয়েছে এই কথা আরও একবার উল্লেখ করে তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল দাবি করছে যে ওই সব দেশের মুসলমানদেরও ভারতীয় নাগরিকত্ব দেওয়া হোক। এই পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় মন্ত্রী টিআরএস এবং তার “বন্ধুত্ব দল” এইআইএমআইএমএর বিরুদ্ধে ভোট ব্যাংক রাজনীতি করার অভিযোগ আনেন।

