সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: ৭ই জুন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হতে চলেছে বেঙ্গল টুরিজম ফেস্ট এর উদ্বোধন করবে রাজীব ব্যানার্জী কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জানালেন সন্দীপন বিশ্বাস যুগ্ম সম্পাদক সঙ্গে ছিলেন প্রবীর ঘোষাল চেয়ারম্যান বি টি ফ. এই মেলা চলবে আগামী ৯ই জুন.পজন্ত !