কিডনী রোগে বছরে সাড়ে সাত লক্ষ মানুষ মারা যায়

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : কিডনী রোগে বছরে সাড়ে সাত লক্ষ মানুষ মারা যায় সারা বিশ্বে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে জানালেন নারায়ণা মাল্টিস্পেসাইলিস্ট হসপিটালের কিড্নীর ডাঃ বিস্ময় কুমার. তিনি এটাও বলেন আমাদের দেশে প্রতি বছর দু লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে. এর প্রধান কারন ফাস্ট ফুড *কোল্ড ড্রিঙ্কস *মাদক পান রিচ ও সস্তায় ভেজাল খাবার এবং পানিও জল.আমাদের হাসপাতালে বছরে 35 হাজারের উপর মানুষের কিডনি রজার চিকিৎসা করা হয়. এই রোগ নিয়ে আলোচনায় অংশ নেয় শুভাশীষ ভট্টাচার্য *ডাঃ শর্মিলা তুকারাম *ডাঃ অভয় কুমার *ডাঃ রাজেশ লুণীয়া.

