কিশোর স্মরণে দেওয়াল চিত্র প্রদর্শনী সালকিয়া

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : গতকাল সালকিয়া কিশোর কুমার মেমোরিয়াল কালচারাল এসোসিয়েশন এর পক্ষ থেকে মহান গায়ক কিশোর কুমারের ৩৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আমারা দৃশ্য দূষণ রোধ করতে মহান গায়কের নানা প্রকার চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি, দেওয়াল সৌন্দর্য মারফৎ আমদের দাবি কিশোর কুমারকে ভারত রত্ন দিতে হবে। সরকার পক্ষ আমদের এই দাবী না মানালে আগামী দিনে বড় আন্দোলনের পথে যাবো। প্রযণ্ত আমাদের লড়াই চলবে।কিশোর কুমার আমাদের হৃদয় আমাদের চিন্তায় আমাদের স্মৃতিতে।