KKR vs MI: রাসেল ব্যাটিং অর্ডারে এত নীচে কেন…? প্রশ্ন হতাশ নাইট সমর্থকদের

নিজস্ব সংবাদদাত খবর ২৪: ২০০৮ সাল থেকেই যেন এক চিত্রনাট্য চলছে ৷ মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ মানেই শেষ হাসি হাসবে নীতা আম্বানির দলই ৷ মুম্বইয়ের বিরুদ্ধে হারাটা প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছে কেকেআর ৷ বুধবার আবু ধাবিতেও তার কোনও পরিবর্তন হয়নি ৷ ৪৯ রানে হার হজম কিংস খানের দলের ৷ এই নিয়ে ২৬ বার মুখোমুখি হয়েছে দু’দল ৷ মুম্বই জিতেছে ২০ বার ৷ কেকেআর মাত্র ৬ বার ৷তবে বুধবারের ম্যাচের পর ফের যে প্রশ্ন উঠেছে ৷ সেটা হল, অ্যান্দ্রে রাসেলকে আর কবে ব্যাটিং অর্ডারে উপরে তোলা হবে ? ধোনির ব্যাটিং অর্ডারের মতোই তর্কের ঝড় উঠতে বাধ্য, রাসেলই বা এত পরে নামবেন কেন?গত বছর এই নিয়ে প্রকাশ্যে অসন্তোষও প্রকাশ করেছেন রাসেল ৷ যা নিয়ে এবার ভেবেও দেখা হবে বলে জানিয়েছিল নাইট রাইডার্স শিবির ৷ কিন্তু কোথায় কী ! সেই ছয় নম্বরে ব্যাট করতে নামলেন রাসেল ৷ ততক্ষণে ম্যাচ প্রায় পকেটেই পুরে ফেলেছে মু্ম্বই ৷ এত পরে নেমে গদার মতো ব্যাট চালিয়েই বা কী হবে ৷ ততক্ষণে অর্ধেক ম্যাচ যে হেরেই বসে আছে টিম কেকেআর ৷রাসেল এদিন যখন ব্যাট করতে নামেন, তখন দলের আস্কিং রেট ১৪ ছাড়িয়ে গিয়েছে। রাসেল যেন এক-এক শটে ১২ করে মারবেন! দীনেশ কার্তিক নিজে এলেন তিন নম্বরে। তার পরে এলেন নীতিশ রানা, ইয়ন মর্গ্যান। রাসেলকে ফের একবার ঠেলে দেওয়া হল ছয়ে। আর কবে হুঁশ ফিরবে কেকেআর টিম ম্যানেজমেন্টের ? প্রশ্ন কিন্তু উঠছেই ৷