কে এম সি এলাকার জল সমস্যা সম্পূর্ণ ভাবে মিটতে দু বছর লাগবে : ফিহাদ হাকিম

সত্যজিৎ চক্রবর্তীখবর ২৪ : মঙ্গলবার ২১সে মে মাসিক অধিবেশন কে এম সি এলাকার জল সমস্যা সম্পূর্ণ ভাবে মিটতে দু বছর সময় লাগবে জানালেন এক সাংবাদিক সম্মেলনে মেয়র ফিয়হাদ হেকিম. তিনি বলেন আমি জানতে পেরেছি আগে এক বোতল লাগতো বর্তমানে সেখানে তিন বোতল লাগে সেদিক দিয়ে দেখতে চাহিদার তুলনায় সরবরাহ কম সেজন্য এই সমস্যা দেখা দিয়েছ. এ সমস্যা কিভাবে কমানো তার জন্য পাম্পিং ব্যাবস্থা প্ল্যান মাফিক চলছে আমি আশাকরি আমার কর্মীরা ঠিকমত কাজ করলে এই সমস্যা মিটে যাবে.স্মশানের ঠাকুরদের প্রতি মৃত ব্যক্তিদের পূজার জন্য ৩৮০/- টাকা করে দেওয়া হবে 49 জন ব্রাহ্মণকে মেয়র বলেন.

