কবি সুখেন মণ্ডলের লেখা কবিতা ইচ্ছে ডানা

—-লেখক –সুখেন মণ্ডল–

 

ইচ্ছে হলেই আসতে পারো
আমার দরজা খোলা,
ইচ্ছে করেই বলতে পারো
তোমার যা আছে বলা ।
ইচ্ছে করেই স্বপ্ন গুলো
কুলপিতে রাখি তুলে,
ইচ্ছে করেই অনেক সত্যি
এখন গিয়েছি ভুলে ।
ইচ্ছে করেই প্রেমের আগুন
নিভিয়ে দিতে চাই,
ইচ্ছে করেই জানা অজানায়
হারিয়ে আমি যাই ।
ইচ্ছে করেই দিবা-নিশী
সমান করতে পারি,
ইচ্ছে করেই নিজের কাছে
বারে বারে আমি হারি ।
ইচ্ছে করেই সুখের পাহাড়
ভেঙে করি চুরমার,
ইচ্ছে করেই পরেছি গলায়
সেই হারমানা হার ।

ইচ্ছে করে নতুন করে
জীবন শুরু করি,
ইচ্ছে প্রেমের গাড়িতে না-হয়
নতুন করে চড়ি ।

মুঠোফোন-৯৮৩৬৬১১৮৫৬,৯৪৩২৪২১১৫১