কবিতা : ‘আছো তুমি আমার কাছে’

অনুপ কুমার বর্ধন
যন্ত্রণা… বিরহ আর হারিয়ে যাওয়া ভালোবাসা
হয়তো আর ফিরে আসবে না
তোমাকে নিয়ে একান্তে কাটানোর সময়
কোনদিন আর ফিরে আসবে না।
ছিলাম আমি প্রেমিক
শুধু তোমারই প্রেমিক
গোধূলি ভালোবাসা নাকি
মিলিয়ে যায় গোধূলিতে।
কিন্তু এই আমি–
নিশ্চুপ… নীরবে যাবো ভালোবেসে
অনন্ত কাল ধরে…
তোমার স্মৃতিচারণে
শয়নে স্বপনে কিংবা জাগরণে
কোনও নবসুন্দরীর ঝুলন্ত আঁচলে
তোমার অধরা আকাঙ্ক্ষাতে
তোমার নূপুরের আওয়াজের ছন্দে
তোমার শরীরে উগ্র পারফিউমের গন্ধে
তোমার লাল লিপস্টিক মাখানো ঠোঁটের মুচকি হাসিতে
তোমার কাজল দেওয়া হরিণী চোখ দুটিতে
তোমার উড়ন্ত চুলের ঝড়ো হাওয়াতে।
হাসছো… বেশ হেসে যাও
ভাবছো… গেছে মাথাও
এখন তোমার ভাবনা হবে না ঠিক
কারণ তুমি গেছো চলে অতীতের দিকে।

