বিরাট হয়ে গেলেন সিমরনজিৎ সিং! ডেভিলিয়ার্সের নাম পরিতোষ পন্থ, কোভিড যোদ্ধাদের অভিনব সম্মান RCB-র

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: নিজের নাম পরিবর্তন করলেন বিরাট। আরসিবি অধিনায়ক বিরাট কোহলির নাম হয়ে গেল সিমরনজিৎ সিং। শুধু ক্যাপ্টেন কোহলি নন, আরসিবি দলের ক্রিকেটাররাও নিজেদের নাম পরিবর্তন করলেন। এবি ডেভিলিয়ার্সের নাম হল পরিতোষ পন্থ। যুজবেন্দ্র চাহালের নাম ডাঃ নায়েক ৷কিন্তু হঠাৎ কেন এমন হল ? হঠাৎ নাম পরিবর্তনের কারণ কি? আসলে সোমবার আইপিএল অভিযান শুরু করার দিনে নিজেদের ট্যুইটার হ্যান্ডলের নাম পরিবর্তন করলেন আরসিবি ক্রিকেটাররা। বিরাট কোহলির বদলে লেখা সিমরনজিৎ সিং এবং এবি ডেভিলিয়ার্সের বদলে লেখা পরিতোষ পন্থ। যুজবেন্দ্র চাহালের বদলে লেখা হল ডাঃ নায়েক। কোভিড যোদ্ধাদের সম্মান জানাতেই এই অভিনব উদ্যোগ RCB-র।দীর্ঘ ছয় মাস ধরে করোনা ভাইরাস অতিমারীতে যেসব মানুষ লড়াই করে গিয়েছেন তাদেরকে সম্মান জানাতেই আরসিবির এই উদ্যোগ। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে পুলিশ, সাফাইকর্মী-সহ প্রত্যেক মানুষ যারা এই কঠিন পরিস্থিতিতে নিজেদের জীবন বিপন্ন করে মানুষের জন্য সেবা করে গিয়েছেন তাদেরকে কুর্নিশ কোহলিদের তরফ থেকে। যোদ্ধাদের নাম লেখার জার্সি পরে ছবি আপলোড করেছেন আরসিবি ক্রিকেটাররা। শুধু বিরাট কোহলির আরসিবি নয়, দিল্লি ক্যাপিটালসও করোনা যোদ্ধাদের নাম লেখা জার্সি প্রকাশ করেছে।

