কলকাতার ময়দানে ডুরান্ড দিয়ে মরসুম শুরু করবে তিন প্রধান
সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : ভারতীয় সেনাবাহিনী প্রথমবার কোলকাতায় ডুরান্ড কাপ করতে গিয়ে নানা সমস্যায় জর্জরিত. অপরদিকে কোলকাতার প্রিমিয়ার লীগের শুরুতেই ক্রীড়া সূচিতে বড়সড় রদবদল. দুটি ক্রীড়া পাশাপাশি খেলার দিন সময় একটা ফ্যাক্টর হয়ে উঠেছে. আগের সূচি অনুসারে তিন প্রধানের খেলার কথা ছিল. কিন্তু মাঠ সমস্যার তিন প্রধানের খেলা ডুরান্ড দিয়ে শুরু করতে হবে. বর্তমান ক্রীড়াসূচি অনুসারে মোহনবাগান – মহমেডানের ডুরান্ড কাপ খেলা পড়েছে সন্ধ্যা ৬টা যুবভারতীতে ২রা আগস্ট আর ইস্টবেঙ্গল খেলবে ৩রা আগস্ট নিজেদের মাঠে আর্মি রেড টিমের সাথে বৈকাল ৩টা. খেলা শুরু হবে ২রা আগস্ট সব ঠিকমত খেলা চললে ২৪সে আগস্ট ফাইনাল.

