কোলকাতা প্রেস ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে কয়েকটি সুযোগ সুবিধা দেবার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ :শুক্রবার ২৬শে জুলাই রাজ্যের মুখমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জী যেমন – দুস্থ সাংবাদিকদের বসবাসের জন্য দশ কাঠা জমি দেবে সল্ট লেক এলাকায় * ক্লাবকে সাড়ে তিন কাঠা জমি দেবে ক্লাবের সভাপতি ও সম্পাদক স্নেহাশীষ সুর ও কিংশুক প্রামানিকের হাতে এক লক্ষ টাকা দেবার কথা ঘোষণা করলেন ওই টাকার সুদের অংশ দুস্থ সাংবাদিকদের আপদ-বিপদে কাজে লাগাবার জন্য *এ দিন 69 জন পেনশনের চেক টুলে দেওয়া হয়. এর আগে এক অনুষ্ঠানে ৩০ জনকে দেওয়া হয়ে ছিল.এশিয়ার সব থেকে পুরানো প্রেস ক্লাব হিসাবে ধরা হয় যার জন্ম ১৯৪৫ সালে ক্লাব সম্পাদক বলেন আগামী এক বছর যাবদ এমন উদযাপন পালন করা হবে.