কোলকাতা প্রেস ক্লাব এ আয়োজিত হলো বঙ্গ সমাজকল্যাণ রত্ন সম্মান ২০১৯

খবর ২৪ কোলকাতা : রেপটারস এন্ড ফটোগ্রাফার এসোসিয়েশন এর পক্ষ থেকে এই সম্মান সমারোহের আয়োজন করা হয় ! এই সম্মান সমারোহের মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের অবদান দিয়েছে তাদের কে সম্মানিত করা হলো ! উপস্থিত ছিলেন সংস্থার সম্পাধক অনুপ কুমার বর্ধন ,অনিল কুমার দাস ,অর্চনা বর্ধন ,মৌসুমী বর্ধন ,রাহুল বার্মান ,এম এম এই সি সপোন সমাজদার এও আরও বিভিন্ন গুনীজনেরা ! সম্মান প্রাপকেরা হলেন , বিজয় জধানী ,আলাপন ভট্টাচার্য ,আলোক ব্যানার্জী , সুলগ্না দেব মিত্র ,স্বপন কুমার দে ,কৃষ্ণা মজুমদার ,দীপক নাথ , বিউটি নন্দী স্মারক স্মৃতি সামনের প্রাপকেরা হলেন : রাহুল বর্মন ,সুভাষ জৈন ,সুখেন মন্ডল ,রাজেশ দে ,অঞ্জন ভট্টাচার্য , অশোকতরু চক্রবর্তী ,ইত্যাদি

