কলকাতা সাইন্স সিটিতে চলছে ‘বিজ্ঞ্যান ভাবনা’ মেলা চলবে ৫ই নভেম্বর থেকে ৩১সে ডিসেম্বর ২০১৯

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : ৬ই নভেম্বর বুধবার সাইন্স সিটিতে শুরু হয়েছে বিজ্ঞান ভাবনা মেলা এর উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন ভিডিও কনফারেন্সর মধ্যে দিয়ে. তারপর এক্সিবিশন প্রাঙ্গন ঘুরে দেখেন উপস্থিত ব্যক্তিরা জানা গেলো বিভিন্ন দেশ-বিদেশ থেকে প্রায় ৩০০ জন বিজ্ঞানীরা আসছে.সাধারনের জন্য খুলে দেওয়া ৫ই নভেম্বর চলবে ৩১সে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত. এরই মধ্যে সেমিনার আলোচনা সভা ও নানা অনুষ্ঠান এখানে কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্যের মন্ত্রী থিম আরম্ভ করে বৌজ্ঞানিক ও উচ্চ ক্ষমতা পদের লোকজন কোননা কোন সময় ভিজিট করবে জানালেন পরিচালন কমিটির সভাপতি.

