হু হু করে নামছে পারদ! স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম, আগামী দু’দিনে আরও কমবে রাজ্যের তাপমাত্রা

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: শীত তো এসেই গেল । শীতের জন্য হাপিত্যেস করে থাকা বাঙালির জন্য এর চেয়ে ভাল খবর আর কী হতে পারে । প্রায় সারা বছরই গরম আর বর্ষার একঘেয়ে আবহাওযার পর ঠান্ডা ফুরফুরে উত্তুরে হাওয়া যেন এক নিমেষে মন ভাল করে দিচ্ছে । হাওয়া অফিস আগেই আভাস দিয়েছিল, এ বছর ঠান্ডা শুধু জাঁকিয়ে পড়বে তাই নয়, অনেকটা দীর্ঘায়িতও হবে । সেই পূর্বাভাস মিলিয়ে নভেম্বরের শুরু থেকেই খেল দেখাতে শুরু করল শীত ।গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস । আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আরও নীচে নামছে পারদ ।নভেম্বরের প্রথমেই ২০ ডিগ্রির নীচে কলকাতার পারদ । আর শীতের এমন লম্বা ইনিংস খেলার আভাস পেয়ে যারপরনাই খুশি শহরবাসী ।আবহাওয়াবিদরা জানাচ্ছেন, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নীচে রয়েছে তাপমাত্রা । আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও নামবে ।

