কৃষি বিলের ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে জনসভা

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: বুধবার, ৩০সে সেপ্টেম্বর, রায়দিঘী দঃ২৪পরগনা সুন্দরবন পঃবঙ্গ ভারত গোলপার্কে।কৃষি বিলের ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিরাট জনসভার জমায়েতের এক খন্ড চিত্র এখানে তুলে ধরা হলো।