IPL 2020: কবে, কখন হবে হেভিওয়েটদের টক্কর, একবার দেখে মনে রাখুন

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: চোখের পলকেই আইপিএলের লম্বা গ্রুপ পর্বের অধ্যায় শেষ হয়ে গেল৷ মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরের প্রথম পর্বের খেলা। মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিট্যালস, সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জায়গা করে নিয়েছে প্লে অফে।১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মুম্বই। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। সমান ১৪ পয়েন্ট করে রয়েছে ব্যাঙ্গালোর ও হায়দরাবাদের। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় তিন নম্বরে অবস্থান ডেভিড ওয়ার্নারের দলের। নেট রান রেট কম থাকায় ১৪ পয়েন্ট থাকলেও প্লে অফে খেলা হচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের।আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) থেকে শুরু হবে প্লে-অফ পর্ব। প্রথম দিন হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচটি, পরদিন তৃতীয় ও চতুর্থ দলকে নিয়ে এলিমিনেটর ম্যাচ।প্রথম ম্যাচের পরাজিত দল ও দ্বিতীয় ম্যাচের জয়ী দলকে নিয়ে ৮ নভেম্বর রবিবার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল অর্থাৎ মুম্বই ও দিল্লি ফাইনালে যাওয়ার জন্য পাচ্ছে দুটি করে সুযোগ। অর্থাৎ তারা যদি কোয়ালিফায়ার-১ ম্যাচটি হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে যেতে পারবে।সবগুলো ম্যাচই শুরু হবে সাড়ে সাতটায়৷প্লে-অফ পর্বের সূচি৫ নভেম্বর: কোয়ালিফায়ার ১: মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিট্যালস ৬ নভেম্বর: এলিমিনেটর: সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৮ নভেম্বর: কোয়ালিফায়ার ২: কোয়ালিফায়ার ১ পরাজিত বনাম এলিমিনেটর জয়ী ১০ নভেম্বর: ফাইনাল: কোয়ালিফায়ার ১ জয়ী বনাম কোয়ালিফায়ার ২ জয়ী