প্রবল বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর, জেনে নিন কখন বদলাবে প্রকৃতির রূপ

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: বঙ্গোপসাগরে পূর্বাভাস মতোই নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে৷ আজ পুজোর চতুর্থী, আজ দুপুর থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় কালো বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে৷ আর বিকেল থেকেই শুরু হবে তুমুল বৃষ্টি৷এদিকে দিল্লির মৌসম বিভাগ ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে তুমুল বৃষ্টি -র অ্যালার্ট জারি করেছে৷ IMDজানিয়েছে মঙ্গলবার থেকে ওড়িশায় প্রবল বৃষ্টি শুরু হবে৷ এছাড়া তেলেঙ্গানা, উত্তর কর্ণাটক, মধ্য মহারাষ্ট্র, রায়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ কর্ণাটক, উপকূলীয় কর্ণাটক, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ বজ্রগর্ভ মেঘের সঙ্গে বৃষ্টি হবে৷ মৌসম বিভাগ ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের জন্য অ্যালার্ট জারি করেছে৷এছাড়া স্কাইমেট ওয়েদার অনুযায়ি আগামী ২৪ ঘণ্টায় গুজরাত , নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ প্রবল বৃষ্টি শুরু হয়ে যাবে৷পশ্চিমবঙ্গে র বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ উপকূলের দিকে এগোচ্ছে এর জেরে সারা রাজ্যের বিভিন্ন এলাকায় আগামী কয়েকদিনে প্রবল বৃষ্টির সম্ভবনা জোরালো হচ্ছে৷ দুর্গাপুজোর সময় এমনিতেই করোনার কারণে দেবী প্রতিমা দর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট৷ তারওপর এই প্রবল বৃষ্টিতে পুজোর পুরো আবহাওয়ায় একেবারের বিরূপ থাকার সম্ভবনা প্রবল৷২২ থেকে ২৪ অক্টোবরের সময় বিহার ও ঝাড়খন্ডেও হালকা বৃষ্টি হবে৷ তবে ছত্তীশগড় ও মধ্যপ্রদেশে বৃষ্টি হবে না৷ পশ্চিমবঙ্গে ২১ ও ২২ তারিখ প্রবল হাওয়ার সঙ্গে প্রচুর বৃষ্টি হবে৷এদিকে দিন কয়েক আগেই প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছে তেলেঙ্গানা৷ এর জেরে এখনও অবধি ৭০ জনের মৃত্যু অবধি হয়েছে ৷ বিভিন্ন জেলা জলমগ্ন হয়েছে, তারই সঙ্গে অন্তত ৩৬ হাজার মানুষকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে৷ তারওপর ফের তেলেঙ্গানায় প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর৷