আয়োজিত হলো লায়ন্স ডিস্ট্রিক্ট 322B2 ১৯ তাম প্রতিষ্ঠা দিবস

খবর ২৪: আয়োজিত হলো লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২B ২ ১৯ তাম প্রতিষ্ঠা দিবস এই মাধ্যমে নানা রকম সমাজ মূলক কাজের ও মহিলা দেড় বিকাশ করার শপথ নিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২B ২ প্রথম মহিলা ডিস্ট্রিক্ট গভর্নর সুধা যাইস্বল ,১৯ তাম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা রকম সমাজ ও সাস্থ পরিষেবার ব্যবস্থা করা হয়ে ছিল শারীরিক পরীক্ষা ,অর্গান ডোনেট ,সুগার পরীক্ষা,ও আরো অনেক রকম স্বাস্থ্য পরীক্ষা,ও এই সাথে ২৫ টি ওহীলছায়ার্স ও ২৫টি ক্রেচেরস বিতরণ করা হয় এই প্রোগ্রামে উপস্তিথ ছিলেন কোলকাতা করপোরেশন এর মেয়ের পরিষদ দেবাশীষ কুমার ,ডিস্ট্রিক্ট গভর্নর সুধা যাইস্বল, প্রথম ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর অরুন জৈন , দ্বিতীয় ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর অমিত বোথরা ,কেবিনেট সেক্রেটারি মঞ্জুশ্রী গুপ্ত ,কেবিনেট ট্রেজারার নীরু গোলেছা, তুলসী রাম মন্ত্রী ,চিফ এডিবিসর সন্দ্বীপ চৌধুরী ,মেন্টর আনন্দ জৈন ,পি.আর.ও বিবেক যাইস্বল , জি.এস.টি সুপ্রিয়া সিংহ ,কমিটি চেয়াম্যান অশোক পারেখ ও এছাড়াও উপস্তিথ ছিলেন পেস্ট লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর রা ও লায়ন্সএর সদস রা

