LIVE UPDATES: নবান্ন অভিযানে রণক্ষেত্র, হাওড়া ময়দানে বিজেপি কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, দাবি পুলিশের

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: বিজেপির মিছিল ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ করা হচ্ছে। হেস্টিংস মোড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত রয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। আহত হয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো।বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানের শুরুতেই ধুন্ধুমার। হেস্টিংস মোড়ে মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। চালানো হয়েছে জলকামানও। এমনটাই গেরুয়া শিবির সূত্রে দাবি। অন্যদিকে সাঁতরাগাছিতে সক্রিয় র্যাফ। পুলিশি ব্যারিকেড টপকে এগোতে গেলে শুরু হয় জল কামানের ব্যবহার। জানা গিয়েছে রঙ মেশানো জল কামান ব্যবহার করেছে পুলিশ। অসুস্থ বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। রীতিমতো রণক্ষেত্র এলাকা। একই পরিস্থিতি হাওড়া ময়দান এলাকায়।সাঁতরাগাছি থেকে রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয়েছে বিজেপির নবান্ন অভিযান। বাঁশের ব্যারিকেডের সামনে মিছিল এলে ব্যারিকেড ভাঙার চেষ্টা। সেই সময় জলকামান থেকে রঙিন জল স্প্রে শুরু করে পুলিশ। এর জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি।বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া ময়দান। এক বিজেপি সমর্থকের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। এমনটাই অভিযোগ পুলিশের। এলাকায় পুলিশের বিশাল বাহিনী। ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাসের শেল। নেমেছে র্যাফও। জানা গিয়েছে, হাওড়া ময়দান থেকে জিটি রোড যাওয়ার মুখে এক বিজেপি সমর্থকের থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুলিশকে লক্ষ্য করে উড়ে আসছে ইট। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্রিয় হাওড়া কমিশনারেট। আহত দুই পক্ষের একাধিক।হাওড়া ময়দান এলাকায় পুলিশি সক্রিয়তা। পাল্টা স্লোগান বিজেপি কর্মী-সমর্থকদের। মিছিল ছত্রভঙ্গ করতে ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাসের শেল। হাওড়া ময়দান থেকে মল্লিক ফটক যাওয়ার রাস্তার পাশে গলিগুলোতেও চলছে পুলিশি নজরদারি। পুলিশকে লক্ষ্য করে উড়ে আসছে ইট। তাদের লক্ষ্য করে বোমাবাজিরও অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়েছে ড্রোনও। চলছে ব্যাপক ধরপাকড়। সেই ধরপাকড়ের সময় এক বিজেপি কর্মীর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

