রাজ্য সরকারি বিদ্যালয়গুলিতে লকারের ব্যবস্থা পড়ুয়াদের ব্যাগের বোঝা কমাতে

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: কলকাতা: বইয়ের ব্যাগটা মস্ত ভারী, না, এভাবে বোধহয় আর বলতে হবে রাজ্যের কোনও স্কুল-পড়ুয়াকে। কারণ যেভাবে প্রতিদিন অনেক বইখাতা এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্যাগের ভারে রীতিমতো কুঁজো হয়ে যাতায়াত করতে হয় তাঁদের তা নজর এড়ায়নি রাজ্য সরকারের। এবার তাই স্কুলেই যাতে প্রয়োজনীয় বই-খাতা সহ অন্যান্য উপকরণ ছাত্র-ছাত্রীরা রেখে যেতে পারে তার জন্যে ব্যবস্থা করতে চলেছে রাজ্যের শিক্ষা দফতর। জানা গেছে, প্রতিটি রাজ্য সরকারি বিদ্যালয়গুলিতে (West Bengal’s Schools) এবার চালু হতে চলেছে লকার-সিস্টেম। ওই লকারগুলি (School Locker) চালু হলে প্রতিদিন পিঠে করে ভারী বইয়ের ব্যাগ আর বইতে হবে না বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের, জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। রাজ্যের শিক্ষামন্ত্রী আরও বলেন, “আমরা রাজ্য পরিচালিত সমস্ত বিদ্যালয়গুলিতে লকার রাখবো। এর ফলে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল স্কুল পড়ুয়াদের ব্যাগের বোঝা কমবে।”

