লোক দেখাতেই কি হাফিজ সইদের ৬ বছরের কারাদণ্ড? প্রশ্ন ভারতের

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: নয়া দিল্লি: ২৬/১১-এর হামলার মূল চক্রী হাফিজ সইদকে (Hafiz Saeed) যতই পাকিস্তানের একটি আদালত ৬ বছরের কারাদণ্ডে দণ্ডিত (Hafiz Saeed Arrest) করুক না কেন, সন্ত্রাসবাদ দমনে ওই দেশের সদিচ্ছা সম্বন্ধে যথেষ্ট সন্দিহান ভারত। ইমরান খানের দেশকে (Pakistan) সাফ জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদের বাড়বাড়ন্তকে রুখতে কড়া পদক্ষেপ করতে হবে তাদের। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে নিশ্চিত পদক্ষেপও করতে হবে। জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (Lashkar E Taiba) প্রতিষ্ঠাতা এবং জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সইদের বিরুদ্ধে ২০০৮ সালে মু্ম্বইয়ে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে ১৬৬ জনকে হত্যা করার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। তাকে ইতিমধ্যেই নিষিদ্ধ ঘোষণা করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। একটি সরকারি সূত্র জানিয়েছে, “আমরা সংবাদমাধ্য়ম সূত্রে জানতে পেরেছি যে পাকিস্তানের আদালত সন্ত্রাসবাদীদের অর্থ জোগানোর অভিযোগে রাষ্ট্রসংঘের তরফে ঘোষিত ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সন্ত্রাসবাদী হাফিজ সইদকে দণ্ডিত করা হয়েছে। আসলে সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়া বন্ধ করার জন্যে পাকিস্তানের উপর দীর্ঘ সময় ধরেই আন্তর্জাতিক বাধ্যবাধকতা বহাল ছিল, তারই অংশ হিসাবে ওই পদক্ষেপ করেছে তারা”।

