লোক সভা ইলেকশন ২০১৯:গোটা মাস বাদ দেওয়া সম্ভব নয়, রমজান বিতর্কে জানিয়ে দিল কমিশন

নয়াদিল্লি: রমজানের মাঝে লোকসভা ভোটের তারিখ নিয়ে বিতর্কের আবহে নির্বাচন কমিশন সাফ জানিয়ে দিল, একটা গোটা মাস বাদ দিয়ে দেওয়া সম্ভব নয়৷ তবে ধর্মীয় উত্‍‌সব ও শুক্রবারগুলিতে বিশেষ খেয়াল রাখা হবে৷ যদিও রাজনৈতিক দলগুলি রমজান মাসে ভোটের তারিখ বদলের আর্জিই জানিয়েছে কমিশনের কাছে৷
এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের পাশেই দাঁড়িয়েছে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি৷ তাঁর কথায়, ‘গোটা বিতর্কটি ভিত্তিহীন এবং অপ্রয়োজনীয়৷’ এরপরই ওয়াইসি মুসলিম জনগণের প্রতি আবেদন জানান, মুসলিম সম্প্রদায় ও রমজান নিয়ে রাজনৈতিক হাতিয়ার করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি৷ এই চেষ্টায় যেন ইন্ধন না দেয়৷
নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে রমজান মাসের মধ্যেই লোকসভা নির্বাচনের তিনটি পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। যেহেতু রমজান মাসে একটি বৃহৎ জনগোষ্ঠী তাঁদের বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠানে নিযুক্ত থাকেন, তাই বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে সকলের অংশগ্রহণ সুনিশ্চিত করতে,’ রমজান’ মাসের ভিতর নির্বাচনের দিনক্ষণগুলি বিবেচনারও আবেদন রাখেন তাঁরা। ভোটের দিন ঘোষণার পর পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এই প্রেস বিবৃতি দেন।