এম জি রোডের রেলের বুকিং কাউন্টার বন্ধের প্রতিবাদে পথসভা

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪: ১১৬ এম.জি রোডে অবস্থিত রেলওয়ে বুকিং কাউন্টার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার, সোমবার এই আদেশের বিরুদ্ধে প্রতিবাদ করেন একাধিক সংগঠন ও স্থানীয় মানুষেরা এটি মধ্য কলকাতার একমাত্র রেলওয়ে বুকিং কাউন্টার। 39, 41, 43, 44 ওয়ার্ড নম্বর এবং মধ্য কলকাতার লোকেরা ক্ষতিগ্রস্থ হবে এবং এই কাউন্টার বন্ধ হয়ে গেলে তাদের আরও বুকিংয়ের জন্য সমস্যায় পড়তে হবে। এই বুকিং কাউন্টারটি ৭০ বছরের পুরনো এবং এইভাবে বন্ধ করা যাবে না বলে প্রতিবাদীরা দাবি করেন ,এই আন্দোলনের উপস্থিত ছিলেন সমাজসেবী জায়েদ আনোয়ার, অশোক ঝা, মোহাম্মদ শহীদ, শামীম আক্তার, গৌতম সরকার প্রমুখ এবং গনস্বাক্ষর প্রচারের মাধ্যমে প্রতিবাদ করেন .