মহত্মা গান্ধী প্রতিষ্ঠিত সেবক সঙ্ঘের তৃতীয়বারের সভাপতি শঙ্কর সান্যাল

সত্যজিৎ চক্রবর্তী খবর ২৪ : 1932 সালে মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘে তৃতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হওয়ার পর অধ্যাপক ডঃ শঙ্কর কুমার সান্যাল 2রা মে 2019 মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ-এর সাথে রাষ্ট্রপতি ভবনে এক আলোচনায় মিলিত হন। শ্রী সান্যাল মাননীয় রাষ্ট্রপতিকে জানান বিশ্ববন্দিত কথাকার পূজ্য মুরারী বাপুজী 150 তম বা-বাপু জন্মশতবার্ষিকী উৎসব উপলক্ষ্যে দিল্লী কিংসওয়ে ক্যাম্প গান্ধী আশ্রমে 24 শে সেপ্টেম্বর ‘সদ্ভাবনা দিবস’ ( ঐতিহাসহাসিক পুণা প্যাক্ট ) থেকে 2রা অক্টোবর গান্ধীজীর 150 তম জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে 9দিন ব্যাপী ‘গান্ধী কথা’ পরিবেশন করবেন। তিনি মাননীয় রাষ্ট্রপতির কাছে প্রার্থনা করেন 24 শে সেপ্টেম্বর এই ‘গান্ধী কথা’র শুভ উদ্বোধন করার জন্য। তিনি আরো জানান দেশ বিদেশ থেকে কয়েক হাজার গান্ধীবাদী ব্যক্তিত্বদের এখানে আমন্ত্রণ জানানো হবে।150 তম গান্ধী জন্মজয়ন্তীর উৎসব উপলক্ষ্যে এটি একটি জাতীয় স্তরের অনুষ্ঠান। দিল্লীর গান্ধী আশ্রম একটি স্মরণীয় ও পবিত্র স্থান, গান্ধীজী ও কস্তুরবার স্মৃতি বিজড়িত, 1930-40 সাল পর্যন্ত গান্ধী ও কস্তুরবা দিল্লী যাতায়াতকালে এখানেই অবস্থান করতেন সেইজন্য পূজ্য মুরারী বাপুজী এই আমন্ত্রণ গ্রহণ করেছেন।মাননীয় রাষ্ট্রপতি শ্রী কোবিন্দ শ্রী সান্যালের আমন্ত্রণ বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছেন।

