বাইক চালকের ভোগান্তির দিন শেষ, সঙ্গে কোনও কাগজই রাখতে হবে না আর

নিজস্ব সংবাদদাতা খবর ২৪: বড় সুখবর বাইক-সহ সব ধরনের গাড়িচালকের জন্য। শনিবারই ড্রাইভিং লাইসেন্স-সহ গাড়ির সব জরুরি নথির বিষয়ে নতুন নিয়ম আনল কেন্দ্র। আগামী ১ অক্টোবর থেকেই এইসব কাগজপত্র যাচাই ও রক্ষণাবেক্ষণের কাজ হবে একটি ই পোর্টালে।অর্থাৎ বড় ভোগান্তি থেকে মুক্তি পেতে চলেছেন গাড়ির সওয়ারিরা। গাড়ি চালানোর জন্য তাঁদের আর কোনও নথি গাড়িতে নিয়ে ঘুরতে হবে না।এমনকি ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি কর্তৃপক্ষের কোনও সমস্যা তৈরি হয়, সেক্ষেত্রে তাঁরা ডিজিটাল পদ্ধতিতেই ব্যবস্থা নিতে পারবেন।সড়ক ও পরিবহণ মন্ত্রকের তরফে একটি নোটিফিকেশান জারি করে বলা হয়েছে, ১৯৮৯ সালের সেন্ট্রাল মোটর ভেহিকল রুলে আওতাধীন নিয়মে বদল আনা হচ্ছে। আরও ভালো যাাচাই এবং পর্যবেক্ষণকে সুনিশ্চিত করতে এবার থেকে ই-চালান ব্যবস্থা আনা হচ্ছে।এর ফলে দেশজুড়ে ট্রাফিক আইন বলবৎ করা অনেক সুবিধেজনক হবে। পাশাপাশি গাড়ির চালকদেরও ভোগান্তি কমবে। করোনা কালে এড়ানো যাবে সংস্পর্শও।অবশ্য আপনি চাইলে ডিজিটাল ডকুমেন্টের পাশাপাশি কাগজও পেশ করতে পারেন। তবে যদি ডিজিটাল ডকুমেন্টে পরীক্ষক সন্তুষ্ট হন,তবে তার আর কোনও দরকার নেই।